উড়ন্ত

পা-নেই মাটিতে,
রাখে-এর ওর ঘাড়ে,
এলো-মেলো উড়ে উড়ে
পড়ে মীন ঝড়ে।
ঘরে নেই ঘটি-বাটি,
আঁচলেতে চাবি কাঠি ;
পোশাকের পরিপাটি
হিংসুটি-খুনসুটি।
সংসার ফেঁদে
সং নাহি সাজে সে,
সার-সার যা কিছু
সবই খায় নিজে।
জীবনের মূলধন—
শুধুই বেশ-ভূষা,
খেয়ে খেয়ে ভুঁড়ি সার
রূপ-রঙ খাসা।
মগজ টান টান,
কূট-কৌশল ক্ষতিসাধন,
মুখোশের আড়ালে
ঢালে দেহ -প্রাণ-মন।
মহাভোগী!
যশের লাগি সর্বত্যাগী!
কালো চশমা আঁটা,
পোশাকে পশু-ঢাকা!
রাখে-এর ওর ঘাড়ে,
এলো-মেলো উড়ে উড়ে
পড়ে মীন ঝড়ে।
ঘরে নেই ঘটি-বাটি,
আঁচলেতে চাবি কাঠি ;
পোশাকের পরিপাটি
হিংসুটি-খুনসুটি।
সংসার ফেঁদে
সং নাহি সাজে সে,
সার-সার যা কিছু
সবই খায় নিজে।
জীবনের মূলধন—
শুধুই বেশ-ভূষা,
খেয়ে খেয়ে ভুঁড়ি সার
রূপ-রঙ খাসা।
মগজ টান টান,
কূট-কৌশল ক্ষতিসাধন,
মুখোশের আড়ালে
ঢালে দেহ -প্রাণ-মন।
মহাভোগী!
যশের লাগি সর্বত্যাগী!
কালো চশমা আঁটা,
পোশাকে পশু-ঢাকা!
34