গন্ধা!

আমরা দুটি বোন, গন্ধ-রাজ,
রজনী-গন্ধা ফুলের মতন,
হাসি-কাঁদি ঘুমাই-খেলি
যখন-তখন।
বোন ঘুমায় নিজে, আমি—
মা–বাবার মাঝে,
সৌরভে-গৌরবে ভুবন-ভরাই
অপরূপ সাজে!
বাবা যখন অফিস যাবে—
আমাদের ছেড়ে ছেড়ে,
মা-দিদার কষ্ট হবে,
আমাদের নেড়ে নেড়ে।
ঠাম্মি আমাদের নেয় না মোটে।
একার জীবন কাটে,
কাজের মাঝে ডুবে থাকে,
দুঃখে বুক ফাটে।
ঠাম্মির বড় ইচ্ছা ছিল
ডাক্তার-বিজ্ঞানী হবে,
গরীব ঘরে জন্ম নিয়ে
হল না অর্থের অভাবে।
ঠাম্মির অনেক স্বপ্ন–আশা!
আমরা বড় হব,
সুস্থ-সবল দেহ–মনোবলে
মা–বাবার/পৃথিবীর দুঃখ ঘুচাবো।
“দ্যুলোক, ভূলোক, ছাড়িয়ে আমরা
মহাকাশে যাবো।”
রজনী-গন্ধা ফুলের মতন,
হাসি-কাঁদি ঘুমাই-খেলি
যখন-তখন।
বোন ঘুমায় নিজে, আমি—
মা–বাবার মাঝে,
সৌরভে-গৌরবে ভুবন-ভরাই
অপরূপ সাজে!
বাবা যখন অফিস যাবে—
আমাদের ছেড়ে ছেড়ে,
মা-দিদার কষ্ট হবে,
আমাদের নেড়ে নেড়ে।
ঠাম্মি আমাদের নেয় না মোটে।
একার জীবন কাটে,
কাজের মাঝে ডুবে থাকে,
দুঃখে বুক ফাটে।
ঠাম্মির বড় ইচ্ছা ছিল
ডাক্তার-বিজ্ঞানী হবে,
গরীব ঘরে জন্ম নিয়ে
হল না অর্থের অভাবে।
ঠাম্মির অনেক স্বপ্ন–আশা!
আমরা বড় হব,
সুস্থ-সবল দেহ–মনোবলে
মা–বাবার/পৃথিবীর দুঃখ ঘুচাবো।
“দ্যুলোক, ভূলোক, ছাড়িয়ে আমরা
মহাকাশে যাবো।”
61