গ্রামের-শারদীয়া মেলা

image of durga puja
ছোট মেয়ে মিনি,
দু-পাশে দুই বিনুনি,
পায়ে সুনপুর পয়ে
চলছে রিনিঝিনি।
হাতে তার খেলনা পুতুল,
উড়ো উড়ো দোদুল-দুল।
মেঠো পথ ধরে
গানের সুরে সুরে
শারদীয়া মেলায়—
চলছে জনে জনে,
দুঃখ-ব্যথা ভুলে
হাসি-খুশি মনে।
মিনি বলে, মাগো,
জিলিপির ভাজা খাবো,
মা তারে কয়,
সঙ্গে এতো জন,
পয়সা আছে কম
কালকে, খাবে তখন।
মিনির মন-দুখে জর্জর
আঁখি দুটি-জলে ভর ভর।
অ্যাসিডেন্ট করে
বাবা গেছে মরে,
মা করে লোকের বাড়ি কাজ।
পয়সা ছিল যা,
খরচ হয়েছে আজ।
কি করবে মা,
ভেবে পায়নি তা।
দুঃখে ফাটে বুক
রোজগারী আগে ছিল
কতই ছিল সুখ !
মিনি ছোট্ট মেয়ে,
আগে পেয়ে পেয়ে
বোঝে না তো কিছু;
কেঁদে কেঁদে হাঁটছে
মায়ের পিছু পিছু।
দাদার বয়স দশ,
পড়াশোনা ফেলে
গেছে রাজমিস্ত্রি চল।
সোনা-রূপার কাজ,
স্বপ্ন শেষ আজ
হতাশা বুকের মাঝ।
13

কুসুম কলি

সূচিপত্র

প্রকৃতি-মা
বিয়ে বাড়ির মজা
মুক্তা
সানাই
লক্ষ্মী-পেঁচা
মাছ-রাঙা
সোনা-রোদের দিন
বন-ভোজন
গ্রামের-শারদীয়া মেলা
বিয়ের মেনু-কার্ড
বৃষ্টি
খেলা
ডাক
ছবি আঁকা প্রদর্শনী
আমরা গাছের ছোট ছোট ফুল
স্বাধীনতার সুখ
বর্ষা রানী
ভূত
আমার সোনার গাঁ
সারাদিনের শিশু-কর্ম
রাঙা দিদি
নিত্য কর্ম
লোভে-পাপ
শ্রাবন-ধারা
আয়না
শীত (ক)
শীত (খ)
সারদা
রামুর-খেদ
আমি বেঁচা বলছি
উড়ন্ত
খেদের জ্বালা!
মহারানী
সোনার মেয়ে
জীবন-নদী
ভালোবেসে ব্যবহার কোরো
শুভ অন্নপ্রাশন
সেকালের বর্ষা (আমার শৈশব)
ছেলে বেলা
শুভ জম্মদিন
রৌদ্র! ছায়া! বৃষ্টি
রাখী-বন্ধন
গোঁফ-খেজুরে
দুষটু
চিন্তা-বোঝাই
প্রতীক্ষা
আদিশের শুভ অন্নপ্রাশন
ভুঁড়ির গান
দিদিমনি
পেত্নীর ঝি
মৃদু-কড়া
রাজ কুমারী
বোকা তাঁতি
দুটো খাবো
পানের বাটা
আমরা
গন্ধ-রাজ, রজনী -গন্ধা
ঠাম্মির আশীর্বাদ
হিং এর ডাল
চিন্তা মনি
হাতে
হবে জয়!
জ্ঞানী-গুণী! বিজ্ঞানী