প্রদর্শনী

হাতে নিয়ে রঙ তুলি,
ফুলের কলি গুলি,
ফুটে উঠে দুলি দুলি।
সীমানা ছাড়িয়ে—
যায় হারিয়ে—
সাগরের বুকে—
সবুজ ঘাসে ঘাসে
কত ছবি ভাসে!
গোঠে লয়ে যায় গোরু,
মেঠো পথ সরু সরু,
কৃষাণ-কৃষাণী
কাঁধে কাঁধে ধান আঁটি,
দেহ-মন পরিপাটি।
গাছে-গাছে ফল পাকা,
ফোটা ফুল থোকা-থোকা,
পল্লী বালা কলসী কাঁখে
কচি-কাচা রঙ তুলিতে
কত কত ছবি আঁকে।
ফুলের কলি গুলি,
ফুটে উঠে দুলি দুলি।
সীমানা ছাড়িয়ে—
যায় হারিয়ে—
সাগরের বুকে—
সবুজ ঘাসে ঘাসে
কত ছবি ভাসে!
গোঠে লয়ে যায় গোরু,
মেঠো পথ সরু সরু,
কৃষাণ-কৃষাণী
কাঁধে কাঁধে ধান আঁটি,
দেহ-মন পরিপাটি।
গাছে-গাছে ফল পাকা,
ফোটা ফুল থোকা-থোকা,
পল্লী বালা কলসী কাঁখে
কচি-কাচা রঙ তুলিতে
কত কত ছবি আঁকে।
18