
গ্রামের মুখ্যা-মোড়ল কর্তা ব্যক্তি
হুঁকো টানত ভুড়ুর ভুড়ুর ভুড়।
গাছ-গাছালি বন-বনালী
পড়ত লুটে ফুলে ফলে,
শোল-বোয়াল শিঙি-মাগুর
ট্যাংরা পুঁটি খেলে বেড়াত
খাল-বিলের জলে।
ভাতের অভাব ছিল বটে,
ফল ভরা গাছ,
পুকুর ভরা মাছ,
সরল-সাদা জীবন যাত্রা
স্নেহ ভরা বুক,
“দুঃখের মধ্যে ছিল তবু,
স্নেহ-সুধা স্বর্গ-সুখ”
হুঁকো টানত ভুড়ুর ভুড়ুর ভুড়।
গাছ-গাছালি বন-বনালী
পড়ত লুটে ফুলে ফলে,
শোল-বোয়াল শিঙি-মাগুর
ট্যাংরা পুঁটি খেলে বেড়াত
খাল-বিলের জলে।
ভাতের অভাব ছিল বটে,
ফল ভরা গাছ,
পুকুর ভরা মাছ,
সরল-সাদা জীবন যাত্রা
স্নেহ ভরা বুক,
“দুঃখের মধ্যে ছিল তবু,
স্নেহ-সুধা স্বর্গ-সুখ”
42