জীবন-নদী

জীবন-নদী কচু পাতার জল,
রবির-কিরণে হাসে ঝল্ মল্,
পাতার উপর ভাসে ঢল্ ঢল্।
গড়িয়ে গেলে হারিয়ে যাবে,
আর কী তখন সময় পাবে?
“সময়, হারিও না একপল।”
রবির-কিরণে হাসে ঝল্ মল্,
পাতার উপর ভাসে ঢল্ ঢল্।
গড়িয়ে গেলে হারিয়ে যাবে,
আর কী তখন সময় পাবে?
“সময়, হারিও না একপল।”
38