জ্ঞাণী-গুণী! বিজ্ঞানী!

scientist
“ওগো, জ্ঞাণী-গুণী! বিজ্ঞানী,
মহাবিজ্ঞানী!”
“জ্বালো, তব দীপ জ্বালো!
নিভে যাবে কী পৃথিবীর সব
আলো?!”
কোথা থেকে এলো মৃত্যু?!
করোনা ভাইরাস?
সারা বিশ্বকে করল গ্রাস?
কেটে নিচ্ছে নিমেষেই—
লক্ষ লক্ষ প্রাণ।
হারিয়ে যাবে কী?
পৃথিবীর সব গান!
নিভে যাবে কী সব আলো?
পৃথিবী ঢেকে যাবে গাঢ় অন্ধকারে!
নেমে আসবে-অমানিশার কালো!
জালো, তব দীপ জালো!
“মা বসুন্ধরা, তোমাদের সন্তানদের
জীবন কেড়ে নিও না!”
“সন্তান-হারিয়ে মা একা
নিঃসঙ্গ জীবন কাটাতে পারবে না!”
“ওগো, জ্ঞাণী-গুণী, বিজ্ঞানী,
মহাবিজ্ঞানী!”
“জ্বালো, তব দীপ জ্বালো!
ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো,
করোনা ভাইরাস,
জ্বালাও, সারা বিশ্বে, নতুন সূর্যের আলো!”
67

কুসুম কলি

সূচিপত্র