ডাক

ডাক এসেছে যেতেই হবে,
শুধুই আমার কথা রবে।
তোমরা যারা থাকবে ভবে,
আলোর শিখা জ্বালিয়ে যাবে।
সময় হলেই যেতেই হবে,
স্মৃতি টুকু ফেলেই যাবে।
স্মৃতির মাঝে শুধুই ভাষা,
ভাষার মাঝে বাঁচার দিশা।
বুঝবে যে জন স্মৃতির ভাষা,
পুরবে তারই মনের আশা।
শুধুই আমার কথা রবে।
তোমরা যারা থাকবে ভবে,
আলোর শিখা জ্বালিয়ে যাবে।
সময় হলেই যেতেই হবে,
স্মৃতি টুকু ফেলেই যাবে।
স্মৃতির মাঝে শুধুই ভাষা,
ভাষার মাঝে বাঁচার দিশা।
বুঝবে যে জন স্মৃতির ভাষা,
পুরবে তারই মনের আশা।
17