দুষ্টু

দুষ্টু” “মিষ্টি” এই ছেলেটা
খড়গপুরে “দুষ্টু” নিয়েই থাকে,
নিজের কথা ভুলে গিয়ে
সবার খবর রাখে।
দেশ-দেশান্তরে সুবাস ছড়ায়,
দু-বাহু বাড়িয়ে বুকে জড়ায়,
তার কথাটি সবাই জানে,
ঠাঁই নিয়েছে সবার প্রাণে।
সাদা-মাটা দেহের গড়ন,
নেইকো তার ভড়ং-ভাঙ,
দেখলে পরে এই ছেলেটাকে
চেনা বড় ভার,
(মঙ্গলময়) ভালো রাখুন
সুস্থ রাখুন,
এই প্রার্থনা সবার।
খড়গপুরে “দুষ্টু” নিয়েই থাকে,
নিজের কথা ভুলে গিয়ে
সবার খবর রাখে।
দেশ-দেশান্তরে সুবাস ছড়ায়,
দু-বাহু বাড়িয়ে বুকে জড়ায়,
তার কথাটি সবাই জানে,
ঠাঁই নিয়েছে সবার প্রাণে।
সাদা-মাটা দেহের গড়ন,
নেইকো তার ভড়ং-ভাঙ,
দেখলে পরে এই ছেলেটাকে
চেনা বড় ভার,
(মঙ্গলময়) ভালো রাখুন
সুস্থ রাখুন,
এই প্রার্থনা সবার।
47