পেত্নীর ঝি

ghosts
পেত্নীর ঝি পেত্নীর ঝি,
শ্মশানে বসে খাচ্ছিস কি?
মড়ার মাথা হাড়-গোড়?
চিবোচ্ছিস তো বেশ মড় মড়?
মাইতি পাড়ার তেতুল গাছে
তোর বাপ-মা
ভূত-পেত্নী আছে,
আমরা যাচ্ছি যাত্রা শুনতে,
তোদের বাপ-মা বলে দিয়েছে,
ফেরার সময় তোদের নিতে।
আর বলেছে— উলোট মেয়ে,
পুলট পা,
পো কাঁদছে, ঘর যা।
53

কুসুম কলি

সূচিপত্র