
বর্ষা রাণী নুপূর পায়ে
ঝুমুর ঝুমুর ঝুম,
হাঁস চৈ চৈ জল থৈ থৈ
বৃষ্টি ফোঁটার ধূম।
ডাল মড় মড় বাজ কড় কড়
মেঘের চিকন চিক,
ডুবলো আলো আঁধার কালো
ঢাকল চতুর্দিক।
জল ছল ছল, মন চঞ্চল
রুইছে ধানের আঁটি,
(খোকা-খুকু আনছে)
গামছা বাঁধা মুড়ির কাঁসি,
হাতে জলের ঘটি।
ছপাৎ ছপাৎ জলে পা,
কাদায় বসে যায়,
বাঁধের উপর সবাই বসে
সুখে মুড়ি খায়।
ছাকিন জালে ধরছে মাছ,
তুলছে মাঠে শুশনি শাক,
চুনো-পুঁটি, কুচো চিংড়ি
ধরছে কঁছোড় ভরে,
“এমনি করে গরিব দুঃখী
পেটের জোগাড় করে।”
ভাটিয়ালী গানের সুর
আসছে ভেসে ভেসে,
পাগলা ভোলা মনের দোলায়
নাচছে পরির দেশে।
ঝুমুর ঝুমুর ঝুম,
হাঁস চৈ চৈ জল থৈ থৈ
বৃষ্টি ফোঁটার ধূম।
ডাল মড় মড় বাজ কড় কড়
মেঘের চিকন চিক,
ডুবলো আলো আঁধার কালো
ঢাকল চতুর্দিক।
জল ছল ছল, মন চঞ্চল
রুইছে ধানের আঁটি,
(খোকা-খুকু আনছে)
গামছা বাঁধা মুড়ির কাঁসি,
হাতে জলের ঘটি।
ছপাৎ ছপাৎ জলে পা,
কাদায় বসে যায়,
বাঁধের উপর সবাই বসে
সুখে মুড়ি খায়।
ছাকিন জালে ধরছে মাছ,
তুলছে মাঠে শুশনি শাক,
চুনো-পুঁটি, কুচো চিংড়ি
ধরছে কঁছোড় ভরে,
“এমনি করে গরিব দুঃখী
পেটের জোগাড় করে।”
ভাটিয়ালী গানের সুর
আসছে ভেসে ভেসে,
পাগলা ভোলা মনের দোলায়
নাচছে পরির দেশে।
21