বর্ষা রাণী

rain lightening
বর্ষা রাণী নুপূর পায়ে
ঝুমুর ঝুমুর ঝুম,
হাঁস চৈ চৈ জল থৈ থৈ
বৃষ্টি ফোঁটার ধূম।

ডাল মড় মড় বাজ কড় কড়
মেঘের চিকন চিক,
ডুবলো আলো আঁধার কালো
ঢাকল চতুর্দিক।

জল ছল ছল, মন চঞ্চল
রুইছে ধানের আঁটি,
(খোকা-খুকু আনছে)
গামছা বাঁধা মুড়ির কাঁসি,
হাতে জলের ঘটি।

ছপাৎ ছপাৎ জলে পা,
কাদায় বসে যায়,
বাঁধের উপর সবাই বসে
সুখে মুড়ি খায়।

ছাকিন জালে ধরছে মাছ,
তুলছে মাঠে শুশনি শাক,
চুনো-পুঁটি, কুচো চিংড়ি
ধরছে কঁছোড় ভরে,
“এমনি করে গরিব দুঃখী
পেটের জোগাড় করে।”

ভাটিয়ালী গানের সুর
আসছে ভেসে ভেসে,
পাগলা ভোলা মনের দোলায়
নাচছে পরির দেশে।
21

কুসুম কলি

সূচিপত্র

প্রকৃতি-মা
বিয়ে বাড়ির মজা
মুক্তা
সানাই
লক্ষ্মী-পেঁচা
মাছ-রাঙা
সোনা-রোদের দিন
বন-ভোজন
গ্রামের-শারদীয়া মেলা
বিয়ের মেনু-কার্ড
বৃষ্টি
খেলা
ডাক
ছবি আঁকা প্রদর্শনী
আমরা গাছের ছোট ছোট ফুল
স্বাধীনতার সুখ
বর্ষা রানী
ভূত
আমার সোনার গাঁ
সারাদিনের শিশু-কর্ম
রাঙা দিদি
নিত্য কর্ম
লোভে-পাপ
শ্রাবন-ধারা
আয়না
শীত (ক)
শীত (খ)
সারদা
রামুর-খেদ
আমি বেঁচা বলছি
উড়ন্ত
খেদের জ্বালা!
মহারানী
সোনার মেয়ে
জীবন-নদী
ভালোবেসে ব্যবহার কোরো
শুভ অন্নপ্রাশন
সেকালের বর্ষা (আমার শৈশব)
ছেলে বেলা
শুভ জম্মদিন
রৌদ্র! ছায়া! বৃষ্টি
রাখী-বন্ধন
গোঁফ-খেজুরে
দুষটু
চিন্তা-বোঝাই
প্রতীক্ষা
আদিশের শুভ অন্নপ্রাশন
ভুঁড়ির গান
দিদিমনি
পেত্নীর ঝি
মৃদু-কড়া
রাজ কুমারী
বোকা তাঁতি
দুটো খাবো
পানের বাটা
আমরা
গন্ধ-রাজ, রজনী -গন্ধা
ঠাম্মির আশীর্বাদ
হিং এর ডাল
চিন্তা মনি
হাতে
হবে জয়!
জ্ঞানী-গুণী! বিজ্ঞানী