কার্ড

“ভোজ বাড়িতে খোঁজ পড়েছে,
লিখতে হবে ভোজের মেনু কার্ড”।
“সবাকে করি আওহ্বান”
ভোজ বাড়িতে আসুন সবাই,
খাবার মেনু নিচে দিলাম—
খুশি মনে বলুন এবার
কি কি চাই?
ভোজের প্রথম পাতেঃ
স্যালাড, বেগুনী,
ফ্রাইড রাইস,
পটল কোপ্তা,
আর চাটনি।
তার পরেতে
নুন-লেবু
সাদা ভাত,
আলু-চিপসু
ডাল-সবজি
মাছ-মাংস
চাটনি, পায়েস
দই, মিষ্টি
পাঁপড়, মুখ সুগন্ধি।
“মিষ্টি মুখে মিষ্টি খেয়ে
সুস্থ থাকুন বাড়ি গিয়ে।”
লিখতে হবে ভোজের মেনু কার্ড”।
“সবাকে করি আওহ্বান”
ভোজ বাড়িতে আসুন সবাই,
খাবার মেনু নিচে দিলাম—
খুশি মনে বলুন এবার
কি কি চাই?
ভোজের প্রথম পাতেঃ
স্যালাড, বেগুনী,
ফ্রাইড রাইস,
পটল কোপ্তা,
আর চাটনি।
তার পরেতে
নুন-লেবু
সাদা ভাত,
আলু-চিপসু
ডাল-সবজি
মাছ-মাংস
চাটনি, পায়েস
দই, মিষ্টি
পাঁপড়, মুখ সুগন্ধি।
“মিষ্টি মুখে মিষ্টি খেয়ে
সুস্থ থাকুন বাড়ি গিয়ে।”
14