বৃষ্টি

বৃষ্টি তুমি নামবে বলে
কেন এলে না?
তোমার পানে চেয়ে চেয়ে
খুশি ধরে না।
ঝিরি ঝিরি ঝর্ণা ধারায়
তুমি নেমে এসো,
তুমি বড় দয়াবতী
ধরায় ভালোবাসো।
সবুজ-অবুঝ পাতাগুলি
মৃদু আন্দোলনে,
আকাশ-বাতাস কাঁপিয়ে তোলো,
মিষ্টি মধুর গানে।
সবুজ সবুজ গাছগুলি সব,
তোমার পরশ পেয়ে
ঝিল মিলিয়ে হেসে উঠে
নতুন জীবন নিয়ে।
ওগো, বৃষ্টি তুমি আর থেকো না,
আমাদের ছেড়ে দূরে,
বেশিদিন থাকলে পরে
আমরা যাবো মরে।
কেন এলে না?
তোমার পানে চেয়ে চেয়ে
খুশি ধরে না।
ঝিরি ঝিরি ঝর্ণা ধারায়
তুমি নেমে এসো,
তুমি বড় দয়াবতী
ধরায় ভালোবাসো।
সবুজ-অবুঝ পাতাগুলি
মৃদু আন্দোলনে,
আকাশ-বাতাস কাঁপিয়ে তোলো,
মিষ্টি মধুর গানে।
সবুজ সবুজ গাছগুলি সব,
তোমার পরশ পেয়ে
ঝিল মিলিয়ে হেসে উঠে
নতুন জীবন নিয়ে।
ওগো, বৃষ্টি তুমি আর থেকো না,
আমাদের ছেড়ে দূরে,
বেশিদিন থাকলে পরে
আমরা যাবো মরে।
15