বেচারাম

fat person
বেচারাম পাঁড়ে,
জল খায় ভাঁড়ে ;
একা থাকে বনে
হাসি-খুশি মনে।

আয়েসা তার ভুঁড়ি,
ইয়া বড় চৈতন,
নাকের ডাকে গগন ফাটে
দৈত্য-দানব বদন।

থপ থপা থপ চলে বেচা,
দুলিয়ে দুলিয়ে ধুতির কোঁচা,
(নকল)
মোচকা গোঁফে মোচড় দিয়ে
যেই দিয়েছে টান,
গোঁফ জোড়াটি ছিটকে গিয়ে
হল যে খান খান।

রেগে-মেগে বেচারাম
করে লম্ফ ঝম্ফ,
মড় মড়িয়ে ভাঙল ডাল
হল ভুমিকম্প।

অবশেষে মুচকি হেসে
বেচা থেমে যায়,
রাগলে পরে বেচারামকে
রোখা বিষম দায়!
3

কুসুম কলি

সূচিপত্র