বোকা তাঁতী

stupid-person
বোকা তাঁতী সেজে গুজে
গেল শ্বশুর বাড়ি,
উচ্চাসন ভেবে বসল
গাছের উপর চড়ি।
সন্ধ্যে বেলায় গোয়াল ঘরে
গোরু তুলতে গিয়ে,
ধুতির কোঁচা ঝুলতে দেখে
মাটিতে লুটিয়ে-লুটিয়ে।
উপর দিকে তাকিয়ে দেখে,
জামাই গাছে বসে;
চুপি সারে নিয়ে গেল
মৃদু হেসে হেসে।
আদর করে দিল খেতে,
পায়েস মন্ডা মিঠাই,
বোকা তাঁতী ভাবে, খুদ সিদ্ধ
রোজ-রোজই তো খাই।
খুদ ভেবে না খেয়ে—
খিদের জ্বলায় মরে,
পাতের নিচের ফোঁটা পায়েস
চেঁটে মুখে পুরে।
লাগছে খেতে ভীষণ ভালো,
করবে এখন কী?
চাইলে লোকে মন্দ বলবে
করবে সবাই ছিঃ!
রাতের বেলায় চুপি চুপি
পায়েস খেতে যায়
শ্বাশুড়ী মা দেখতে পেয়ে
পড়েন ভীষণ লজ্জায়!
আদর করে শ্বাশুড়ী-মা,
খাওয়ান বসিয়ে পায়েস,
বোকা তাঁতী ভীষণ খুশি,
মেটায় মনের আরেস।
56

কুসুম কলি

সূচিপত্র