মহারানী

এক যে মহারানী
বিদূষী মহাজ্ঞানী,
ঠিকটাকে ভুল ধরেন,
ভুলটাই ঠিক,
লাল রক্ত খেয়ে খেয়ে
হাসেন ফিক ফিক।
নিজের বেলায় আঁটি সাঁটি,
জনগণ মনের দাঁত কপাটি,
কাজের বেলায় সরু পট্টি,
তখড় মেজাজ সদাই খুনসুটি।
আসুক দুর্বিক্ষ মহামারী সন্ত্রাস,
আপনি বাঁচলেই বাপের নাম ব্যাস।
জ্ঞানি-গুণী জন
বলেছেন — মধুসূদন,
“জমিলে মরিতে হবে,
অমরকে কোথা কবে?”
সব তাতে মাথা ব্যথা করে
লাভ কী তবে?
বিদূষী মহাজ্ঞানী,
ঠিকটাকে ভুল ধরেন,
ভুলটাই ঠিক,
লাল রক্ত খেয়ে খেয়ে
হাসেন ফিক ফিক।
নিজের বেলায় আঁটি সাঁটি,
জনগণ মনের দাঁত কপাটি,
কাজের বেলায় সরু পট্টি,
তখড় মেজাজ সদাই খুনসুটি।
আসুক দুর্বিক্ষ মহামারী সন্ত্রাস,
আপনি বাঁচলেই বাপের নাম ব্যাস।
জ্ঞানি-গুণী জন
বলেছেন — মধুসূদন,
“জমিলে মরিতে হবে,
অমরকে কোথা কবে?”
সব তাতে মাথা ব্যথা করে
লাভ কী তবে?
36