
মৃদু মৃদু সব কিছু লাগে ভালো ভালো,
কড়া কড়া (প্রকট) হলে পরে, হয় কালো কালো,
নুন কড়া, চুন কড়া, কড়া ভাব, আর কড়া মিষ্টি
কড়া পাক, গড়া গেরো, রং কড়া, আর কড়া দৃষ্টি।
কড়া কড়া আর যদি, হয়ে যায় বৃষ্টি,
সব কিছু হয় মন্দ, হয় অনাসৃষ্টি।
মৃদু-মন্দ বাতাসের মৃদু আন্দোলন,
হরষে-আবেশে জাগে, প্রানেরই স্পন্দন।
কড়া কড়া (প্রকট) হলে পরে, হয় কালো কালো,
নুন কড়া, চুন কড়া, কড়া ভাব, আর কড়া মিষ্টি
কড়া পাক, গড়া গেরো, রং কড়া, আর কড়া দৃষ্টি।
কড়া কড়া আর যদি, হয়ে যায় বৃষ্টি,
সব কিছু হয় মন্দ, হয় অনাসৃষ্টি।
মৃদু-মন্দ বাতাসের মৃদু আন্দোলন,
হরষে-আবেশে জাগে, প্রানেরই স্পন্দন।
54