রাখী-বন্ধন

rakhi-bandhan
প্রেম-প্রীতি জ্ঞানের আলো
জ্বলছে যার ঘরে,
দুঃখ-গ্লানি মুছে নিয়ে
স্বর্গ-দাঁড়ায় ঘরে।
রাখী-বন্ধন মিলন মেলা
(শম্ভূরামের)
বাঁশ বাগানের ঘরে,
রৌদ্র-ছায়া, আলো-বৃষ্টি
লুটোপুটি করে।
আমরা রাখী তোমরা বন্ধন,
করি আমরা সমুদ্র মন্থন,
ঘরে ঘরে মুক্তা বিলাই
জীবনে-জীবন-প্রদীপ জ্বালাই।
বছর বছর মিলন মেলা
আসুক ফিরে ফিরে,
শম্ভূরাম পাহাড় ছুঁড়ায়
উঠুক ধীরে ধীরে।
45

কুসুম কলি

সূচিপত্র