রাঙা দিদি

teacher
ভোরের বেলা পূব গগনে রাঙা দিদি হাসে,
শিশির ভায়া হীর হয়ে ঝরে ঘাসে-ঘাসে,
কিচির মিচির পাখির ডাকে ঘুম ভাঙানি গান,
কুলু কুলু বইছে নদী খুশির কলতান।

রঙ-বাহারী ফুলগুলি সব ফুটছে শাখে-শাখে,
সূর্যি মামা রোদ দিয়ে যায় তারই ফাঁকে ফাঁকে।
পুকুর-ঘাটে মাছগুলি সব ভাসছে ঝাঁকে ঝাঁকে,
বৌদি মনি জল আনতে যাচ্ছে কলসী কাঁখে।

দইওয়ালা, দই নিয়ে যাচ্ছে হেঁকে হেঁকে,
রাঙা-দাদা স্নান করতে যাচ্ছে তেল মেখে।
রৌদ্র ছায়ায় খেলা চলছে, থেকে থেকে
তুলসী তলায় শুয়ে বেড়ালটি, লেজটি বেঁকে বেঁকে।

দিদিমণি বালতি ভরে, দিচ্ছে গাছে জল,
চুপড়ি ভরে আনছে ঘরে, সোনালী-ফসল।
সুদেষ্ণা অঙ্ক করতে এল, দিদিমণির ঘরে,
খেয়ে-দেয়ে দিদিমণি শুতে গেল, তারে কোল করে।
“সকল সকাল ঘুমিয়ে পড়বে, উঠবে ভোরে-ভোরে,
কেউ যেন না যাও গো ঝরে, জীবনের এই ভোরে।”
25

কুসুম কলি

সূচিপত্র

প্রকৃতি-মা
বিয়ে বাড়ির মজা
মুক্তা
সানাই
লক্ষ্মী-পেঁচা
মাছ-রাঙা
সোনা-রোদের দিন
বন-ভোজন
গ্রামের-শারদীয়া মেলা
বিয়ের মেনু-কার্ড
বৃষ্টি
খেলা
ডাক
ছবি আঁকা প্রদর্শনী
আমরা গাছের ছোট ছোট ফুল
স্বাধীনতার সুখ
বর্ষা রানী
ভূত
আমার সোনার গাঁ
সারাদিনের শিশু-কর্ম
রাঙা দিদি
নিত্য কর্ম
লোভে-পাপ
শ্রাবন-ধারা
আয়না
শীত (ক)
শীত (খ)
সারদা
রামুর-খেদ
আমি বেঁচা বলছি
উড়ন্ত
খেদের জ্বালা!
মহারানী
সোনার মেয়ে
জীবন-নদী
ভালোবেসে ব্যবহার কোরো
শুভ অন্নপ্রাশন
সেকালের বর্ষা (আমার শৈশব)
ছেলে বেলা
শুভ জম্মদিন
রৌদ্র! ছায়া! বৃষ্টি
রাখী-বন্ধন
গোঁফ-খেজুরে
দুষটু
চিন্তা-বোঝাই
প্রতীক্ষা
আদিশের শুভ অন্নপ্রাশন
ভুঁড়ির গান
দিদিমনি
পেত্নীর ঝি
মৃদু-কড়া
রাজ কুমারী
বোকা তাঁতি
দুটো খাবো
পানের বাটা
আমরা
গন্ধ-রাজ, রজনী -গন্ধা
ঠাম্মির আশীর্বাদ
হিং এর ডাল
চিন্তা মনি
হাতে
হবে জয়!
জ্ঞানী-গুণী! বিজ্ঞানী