
বললে রামু শোনো মামু,
যাব না আজ ইস্কুলে,
দিন-রাত্রি পড়াশুনা—
কই না কথা প্রাণ খুলে।
আজ সারাদিন তোমার সঙ্গে
করব কেবল খেলা,
বল খেলব ঘুড়ি ওড়াব
দেখব তারার মেলা।
গল্প-দাদুর আসর এখন
বসে কোন দিন?
কিচির-মিচির পাখির ডাকের
ঘুম-ভাঙানি বীন?
যন্ত্র-দানব জীবন এখন
হাঁপিয়ে ওঠে মন,
টাকার পাহাড় গড়তে হবে
জীবন-মরণ পণ।
যাব না আজ ইস্কুলে,
দিন-রাত্রি পড়াশুনা—
কই না কথা প্রাণ খুলে।
আজ সারাদিন তোমার সঙ্গে
করব কেবল খেলা,
বল খেলব ঘুড়ি ওড়াব
দেখব তারার মেলা।
গল্প-দাদুর আসর এখন
বসে কোন দিন?
কিচির-মিচির পাখির ডাকের
ঘুম-ভাঙানি বীন?
যন্ত্র-দানব জীবন এখন
হাঁপিয়ে ওঠে মন,
টাকার পাহাড় গড়তে হবে
জীবন-মরণ পণ।
32