
লেজ উঁচিয়ে যাচ্ছ কোথায়
পুষি?
আজ তোমায় লাগছে বড়ই
খুশি।
ওঃ! রিয়াদের কামিনী গাছে বুলবুলির
বাসা,
বাচ্চা দুটো ফুটফুটে দেখতে বড়ই
খাসা!
তাইতো তুমি যাচ্ছ পুষি, নিয়ে
বড় আশা?
দেখো কিন্তু, গাছের গোঁড়ায়, গোখুরা
সাপের বাসা।
কে শোনে কার কথা, উঠল গাছে
পুষি,
গর্ত থেকে বেরিয়ে সাপ, উঠল
ফোঁসফুঁসি।
পুষিকে ঘায়েল করে করল
কুপোকাৎ,
নিমেষেই কাজ হাসিল, করল
বাজিমাৎ।
বুলবুলি এসে দেখে, মরে পড়ে
আছে পুষি,
বাচ্চা দুটোই ঠিকই আছে,
মায়ের মন বড়ই খুশি।
পরদিন বাচ্চা নিয়ে অন্যত্র
বুলবুলি গেল চলে,
হায়! হায়! কী সর্বনাশ!
গোখুরা তখন বলে,
দুটো দিন পরেই খাবে
কতই ছিল সাধ।
আশায় বাদ সাধল
গুণিল প্রমাদ।
দুধ-কলা দিয়ে
যতই পোষ সাপ,
স্বভাব কী ছাড়ে?
করবেই ফোঁস ফাঁস।
পুষি?
আজ তোমায় লাগছে বড়ই
খুশি।
ওঃ! রিয়াদের কামিনী গাছে বুলবুলির
বাসা,
বাচ্চা দুটো ফুটফুটে দেখতে বড়ই
খাসা!
তাইতো তুমি যাচ্ছ পুষি, নিয়ে
বড় আশা?
দেখো কিন্তু, গাছের গোঁড়ায়, গোখুরা
সাপের বাসা।
কে শোনে কার কথা, উঠল গাছে
পুষি,
গর্ত থেকে বেরিয়ে সাপ, উঠল
ফোঁসফুঁসি।
পুষিকে ঘায়েল করে করল
কুপোকাৎ,
নিমেষেই কাজ হাসিল, করল
বাজিমাৎ।
বুলবুলি এসে দেখে, মরে পড়ে
আছে পুষি,
বাচ্চা দুটোই ঠিকই আছে,
মায়ের মন বড়ই খুশি।
পরদিন বাচ্চা নিয়ে অন্যত্র
বুলবুলি গেল চলে,
হায়! হায়! কী সর্বনাশ!
গোখুরা তখন বলে,
দুটো দিন পরেই খাবে
কতই ছিল সাধ।
আশায় বাদ সাধল
গুণিল প্রমাদ।
দুধ-কলা দিয়ে
যতই পোষ সাপ,
স্বভাব কী ছাড়ে?
করবেই ফোঁস ফাঁস।
27