
এক নাগাড়ে তিন-চারদিন,
বৃষ্টি টাপুর-টুপুর,
ঘরেেতে মন বসে না,
পুকুর-ঘাটে সারাদুপুর।
সারি সারি কই মাছ,
উঠছে উজান বেয়ে বেয়ে,
(মাধবী) বাহান্নটা ধরলো মাছ
গামছা-ছাকনি জাল দিয়ে।
বক বসেছে খুঁটির পরে,
সাপ লুকিয়ে (টালির) ফাঁকে,
দুজনেরই চলেছে লড়াই
ধরবে কে কাকে?
ধরছে মাছ খপা খপ,
গিলছে টপাটপ,
শোল-ল্যাটা লাফিয়ে লাফিয়ে
উঠছে পড়ছে ঝপ ঝপ।
পড়তে এসে প্রিয়াঙ্কা-অঙ্কিতা,
বসল ঘাটের ধারে,
মাছের খেলা সাপের খেলা
দেখে বারেবারে।
গ্রামে-গঞ্জের লোকজন
মাঠে মাঠে ঘুরে,
জাল লাঠি যা পায়,
দিয়ে মাছ ধরে।
সারাদিন চলছে শুধুই
মাছ ধরার পালা,
রোদ-বৃষ্টি করছেই সবাই
লুকোচুরির খেলা।
বৃষ্টি টাপুর-টুপুর,
ঘরেেতে মন বসে না,
পুকুর-ঘাটে সারাদুপুর।
সারি সারি কই মাছ,
উঠছে উজান বেয়ে বেয়ে,
(মাধবী) বাহান্নটা ধরলো মাছ
গামছা-ছাকনি জাল দিয়ে।
বক বসেছে খুঁটির পরে,
সাপ লুকিয়ে (টালির) ফাঁকে,
দুজনেরই চলেছে লড়াই
ধরবে কে কাকে?
ধরছে মাছ খপা খপ,
গিলছে টপাটপ,
শোল-ল্যাটা লাফিয়ে লাফিয়ে
উঠছে পড়ছে ঝপ ঝপ।
পড়তে এসে প্রিয়াঙ্কা-অঙ্কিতা,
বসল ঘাটের ধারে,
মাছের খেলা সাপের খেলা
দেখে বারেবারে।
গ্রামে-গঞ্জের লোকজন
মাঠে মাঠে ঘুরে,
জাল লাঠি যা পায়,
দিয়ে মাছ ধরে।
সারাদিন চলছে শুধুই
মাছ ধরার পালা,
রোদ-বৃষ্টি করছেই সবাই
লুকোচুরির খেলা।
28