সানাই

সানাই বাজে সানাই বাজে রে,
নূপুর পায়ে ঝুমুর ঝুমুর ঝুম,
রাত নিঝুম!
ঘুম, ঘুম!

শাল-পিয়ালের বন,
সবুজ দিঘির কোণে;
ঝিঁ ঝিঁ পোকা ডাকে,
ঝিঁ, ঝিঁ, ঝিঁ গানে।

রায় বেনেদের ঘাটে,
সাজু-রূপাইয়ের মাঠে
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙ
মিঠে সুরে ডাকে।

রাখালিয়া বাঁশি কৃষ্ণ নামে ডাকে,
জোনাক জ্বলে পাতার ফাঁকে ফাঁকে।
কৃষ্ণ সখা দোলে কদম শাখে শাখে,
নূপুর বাজে, নূপুর বাজেরে,
সানাই বাজে, সানাই বাজেরে।
8

কুসুম কলি

সূচিপত্র