-কর্ম

ঊষা দিদি ডাকে সবে,
উঠে পড় ভাই,
আর রাত নাই,
মুখ হাত ধুয়ে
খেতে বসে যাই, তারপর—
বই খাতা হাতে নিয়ে
পড়তে বসে যাই।
পড়াশুনা শেষ হলে,
তেল মেখে নামি জলে ;
তারপর-নাওয়া-খাওয়া শেষ হলে
বই খাতা নিয়ে বগলে
ইস্কুলেতে চলে যাই।
ইস্কুলেতে গিয়ে পড়া করি,
টিফিনেতে ঘুরি ফিরি,
সাথী নিয়ে খেলা করি,
ছুটি হলে বাড়ি ফিরি।
এসে ঘরে খাওয়া সেরে
খেলার মাঠে যাই,
খেলা শেষে ফিরি ঘরে,
বেশী দেরী হলে পরে
মা-বাবা রাগ করে,
তাই তাড়াতাড়ি ফিরি ঘরে।
মুখ হাত ধুয়ে শেষে,
পড়াশুনা করি বসে,
পড়াশুনা শেষ হলে—
ফিরে আসি মায়ের কোল।
আর পড়া নাই—
“শুধু মায়ের আদর খাই,
মায়ের আদর খাই।”
উঠে পড় ভাই,
আর রাত নাই,
মুখ হাত ধুয়ে
খেতে বসে যাই, তারপর—
বই খাতা হাতে নিয়ে
পড়তে বসে যাই।
পড়াশুনা শেষ হলে,
তেল মেখে নামি জলে ;
তারপর-নাওয়া-খাওয়া শেষ হলে
বই খাতা নিয়ে বগলে
ইস্কুলেতে চলে যাই।
ইস্কুলেতে গিয়ে পড়া করি,
টিফিনেতে ঘুরি ফিরি,
সাথী নিয়ে খেলা করি,
ছুটি হলে বাড়ি ফিরি।
এসে ঘরে খাওয়া সেরে
খেলার মাঠে যাই,
খেলা শেষে ফিরি ঘরে,
বেশী দেরী হলে পরে
মা-বাবা রাগ করে,
তাই তাড়াতাড়ি ফিরি ঘরে।
মুখ হাত ধুয়ে শেষে,
পড়াশুনা করি বসে,
পড়াশুনা শেষ হলে—
ফিরে আসি মায়ের কোল।
আর পড়া নাই—
“শুধু মায়ের আদর খাই,
মায়ের আদর খাই।”
24