সোনার মেয়ে

সোনার মেয়ে সোনার মেয়ে
মাথায় সোনার ফুল,
দেখতে তুমি সোনার মতোই
নয়কো কোনো ভুল।
মৃণালিনী নামটি তোমার
কবিতার বুলবুল,
ফলে-ফুলে বাগান ভরা
দুলছে দোদুল-দুল।
দিবারাত্রি অঙ্ক কষাও
ফোটাও শুধু ফুল,
নিজের অঙ্ক কষতে গিয়ে
করলে বিষম ভুল!
“জীবন দিয়ে দিয়েই গেলে
সেই ভুলেরই মাসুল”
মাথায় সোনার ফুল,
দেখতে তুমি সোনার মতোই
নয়কো কোনো ভুল।
মৃণালিনী নামটি তোমার
কবিতার বুলবুল,
ফলে-ফুলে বাগান ভরা
দুলছে দোদুল-দুল।
দিবারাত্রি অঙ্ক কষাও
ফোটাও শুধু ফুল,
নিজের অঙ্ক কষতে গিয়ে
করলে বিষম ভুল!
“জীবন দিয়ে দিয়েই গেলে
সেই ভুলেরই মাসুল”
37