আয়না

আয়না কবির,
আয়না ছবির,
আয়না রবির মুখ।
আয়নাতে মুখ
দেখলে পরে
কতই না পাই সুখ।
“আয়না সবাই
আয়না ধরে
দেখি নিজের মুখ,”
দুঃখ ব্যথা
ঘুচিয়ে দিয়ে
জুড়াই মায়ের দুখ।
আয়না ছবির,
আয়না রবির মুখ।
আয়নাতে মুখ
দেখলে পরে
কতই না পাই সুখ।
“আয়না সবাই
আয়না ধরে
দেখি নিজের মুখ,”
দুঃখ ব্যথা
ঘুচিয়ে দিয়ে
জুড়াই মায়ের দুখ।
29