শীত

শীত (ক)
শীত এসে মিষ্টি হেসে
হিম ছড়িয়ে যায়,
উষা-রাণী ভালোবেসে
দেয় রোদ্দুর গায়।
শীত (খ)
শীত বুড়ো থুর, থুর,
গায়ে জামা রোদ্দুর;
তেল গায়ে চিক চিক
ফোকলা হাসি ফিক ফিক,
ভারি মজা! ভারি মজা!
খায় পান্তা, মাছ ভাজা।
শীত এসে মিষ্টি হেসে
হিম ছড়িয়ে যায়,
উষা-রাণী ভালোবেসে
দেয় রোদ্দুর গায়।
শীত (খ)
শীত বুড়ো থুর, থুর,
গায়ে জামা রোদ্দুর;
তেল গায়ে চিক চিক
ফোকলা হাসি ফিক ফিক,
ভারি মজা! ভারি মজা!
খায় পান্তা, মাছ ভাজা।
30