সারদা

swarashati
মা-সারদা তোর চরণ ছুঁয়ে,
সকাল-সাঁঝে পরাই গলায় মালা,
চব্বিশ ঘণ্টা চলছে এখন
তোরই যাত্রাপালা।

তোর নামে কোটি কোটি টাকা
সাধু বাবা করল নয়-ছয়,
তারই ঢেউ আছাড় দিয়ে
জন-জীবনে আনল বিপর্যয়।

সাধু বাবার সৌজন্যে কার্টুন কার্টুন ছবি,
মুখ চাপ্পা মুখোশ ধাপ্পা
ভোট ছাপ্পা কী বাহবা!
উৎসবেরই লবি।

জনগণের মাথায় বাড়ি,
যাত্রা পালায় (হাটে) ভাঙল হাঁড়ি,
জোর কদমে (সাধুবাবার) ছুটছে গাড়ি,
সত্য (এসব) দিবে ছাড়ি?

সত্য রে তুই সত্য করে বল?
আর কতকাল চলবে—
(যাত্রাপালা) ছল চাতুরী
টাকা পেশী-বল?
31

কুসুম কলি

সূচিপত্র