আমি বেচা বলছি

Bencharam
সকাল হলেই ব্যাগ বগলে
দেশের কাজে যাই,
টেবিলে আছে (রেডিব্যালান্স) সুষম আহার
ঢাকনা খুলে খাই।
হেথা-হোথা রকমারি
ঝলসানো ঝিলমিল,
ঘরে এসে মেলাতে চাই
আদবে নেই মিল।
গরমিলেতে মগজ তখন,
অমনি উঠে জ্বলে
বাক্য বানের ফোয়ারা ছোটে
আবোল-তাবোল বোলে।
যাহা দেখি যাহা শুনি
সবই লাগে তিক্ত,
কাটা ঘায়ে নুনের ছিটে
তাইতো, হই ক্ষিপ্ত।
সংসার-হাট, বাজার খরচ
চিন্তা কিছুই নাই,
পথে-ঘাটে খ্যাতি-যশে সময় কাটে
:রাকি টুক টি.ভি. ইর পর্দাই।
33

কুসুম কলি

সূচিপত্র

প্রকৃতি-মা
বিয়ে বাড়ির মজা
মুক্তা
সানাই
লক্ষ্মী-পেঁচা
মাছ-রাঙা
সোনা-রোদের দিন
বন-ভোজন
গ্রামের-শারদীয়া মেলা
বিয়ের মেনু-কার্ড
বৃষ্টি
খেলা
ডাক
ছবি আঁকা প্রদর্শনী
আমরা গাছের ছোট ছোট ফুল
স্বাধীনতার সুখ
বর্ষা রানী
ভূত
আমার সোনার গাঁ
সারাদিনের শিশু-কর্ম
রাঙা দিদি
নিত্য কর্ম
লোভে-পাপ
শ্রাবন-ধারা
আয়না
শীত (ক)
শীত (খ)
সারদা
রামুর-খেদ
আমি বেঁচা বলছি
উড়ন্ত
খেদের জ্বালা!
মহারানী
সোনার মেয়ে
জীবন-নদী
ভালোবেসে ব্যবহার কোরো
শুভ অন্নপ্রাশন
সেকালের বর্ষা (আমার শৈশব)
ছেলে বেলা
শুভ জম্মদিন
রৌদ্র! ছায়া! বৃষ্টি
রাখী-বন্ধন
গোঁফ-খেজুরে
দুষটু
চিন্তা-বোঝাই
প্রতীক্ষা
আদিশের শুভ অন্নপ্রাশন
ভুঁড়ির গান
দিদিমনি
পেত্নীর ঝি
মৃদু-কড়া
রাজ কুমারী
বোকা তাঁতি
দুটো খাবো
পানের বাটা
আমরা
গন্ধ-রাজ, রজনী -গন্ধা
ঠাম্মির আশীর্বাদ
হিং এর ডাল
চিন্তা মনি
হাতে
হবে জয়!
জ্ঞানী-গুণী! বিজ্ঞানী