!

আলালী-দুলালী নয়না,
ছিঁচ কাঁদুনে, সয়না,
মাংস ছাড়া খায়না,
ট্যাক্সি ছাড়া যায় না।
রাশি রাশি খেলনা,
সবই তার ফেলনা,
এক রবিবার সকালে,
একটি দুঃখী ছেলের—
চায় দুটো খেলনা,
নয়না বলে, না না।
ক্ষীর-ননী ছানা,
মুখে রুচি হয় না,
দুঃখী ছেলে চায়,
দেবে একটু আমায়।
ছুঁড়ে মারে থালা,
বোঝে ক্ষুধার জ্বালা?
“সব শিশুই জাতির প্রাণ,
সবারই খিদে-তেষ্টা সমান।”
ছিঁচ কাঁদুনে, সয়না,
মাংস ছাড়া খায়না,
ট্যাক্সি ছাড়া যায় না।
রাশি রাশি খেলনা,
সবই তার ফেলনা,
এক রবিবার সকালে,
একটি দুঃখী ছেলের—
চায় দুটো খেলনা,
নয়না বলে, না না।
ক্ষীর-ননী ছানা,
মুখে রুচি হয় না,
দুঃখী ছেলে চায়,
দেবে একটু আমায়।
ছুঁড়ে মারে থালা,
বোঝে ক্ষুধার জ্বালা?
“সব শিশুই জাতির প্রাণ,
সবারই খিদে-তেষ্টা সমান।”
35