কোরো

ময়লার-পাত্র
“আমি” অবহেলিত এক পাত্র,
আমায় ফেলে রাখে যত্র তত্র,
আমার মধ্যে কফ ও থুতু ফেলে,
আমাকে সবই করে ঘেন্না,
আমি না থাকলে—
পৃথিবী ভরে যেত
আবর্জনায় আবর্জনায়।
আমি–সকলকে
সু-স্বাস্থ্যের অধিকারী করে
পরিপূর্ণ করে তুলি—
“কানায় কানায়।”
“আমি” অবহেলিত এক পাত্র,
আমায় ফেলে রাখে যত্র তত্র,
আমার মধ্যে কফ ও থুতু ফেলে,
আমাকে সবই করে ঘেন্না,
আমি না থাকলে—
পৃথিবী ভরে যেত
আবর্জনায় আবর্জনায়।
আমি–সকলকে
সু-স্বাস্থ্যের অধিকারী করে
পরিপূর্ণ করে তুলি—
“কানায় কানায়।”
39