শুভ অন্নপ্রাশন

1st Birthday
দৃষ্টি আমি মিষ্টি হেসে,
প্রথম বার বসব খেতে ভাত,
আমার সাথে বসো সবাই,
মাথায় রাখো হাত।
খেয়ে দিয়ে বড় হয়ে
দেব শুভ দৃষ্টি,
আঁধার কালো সরিয়ে হবে
নতুন নতুন সৃষ্টি।
সবুজ সবুজ পাতা গুলি,
উঠবে দুলে দুলে,
রিম ঝিম ঝিম বৃষ্টি ধারায়
ভরবে ফলে-ফুলে।
40

কুসুম কলি

সূচিপত্র