শুভ-জন্মদিন

happy-birthday
শুভ জন্মদিন জন্মদিন,
আকাশে-বাতাসে বাজে মধুর বীন,
বছর বছর আসবে—
নিয়ে নিয়ে সোনালী দিন।
ফুলে ও ফলে সৌরভে-গৌরবে
ভরবে জন্মদিন,
স্নেহাশিস ভরা জ্যেঠু-জ্যাঠীমার
প্রতি উপহার,
মানুষের মতো মানুষ হয়ে
সমৃদ্ধ করো সমাজ-সংসার।
43

কুসুম কলি

সূচিপত্র