রৌদ্র ছায়া! বৃষ্টি!

sun and rain
জীবন-যান উপাদান—
রৌদ্র! ছায়া! বৃষ্টি!
করে অবিরাম সৃষ্টি,
ভরিয়ে তোলে—
কল কল ছল ছল প্রাণ।
(শম্ভূ রামের বাঁশ বাগানের)
রৌদ্র-ছায়া ঘেরা বন,
দুলে দুলে ওঠে মন।
বৌমা, ছেলে-পুলে, আত্মীয় পরিজনের
শ্রদ্ধা-স্নেহ মাখানো আপ্যায়ণ বৃষ্টি,
কি সুস্বাদু! কি মিষ্টি! মিষ্টি! মিষ্টি!
নেই ছায়া! নেই রৌদ! নেই জল!
ফলে কী সুস্বাদু ফল?
কাঁধে-কাঁধ মিলিয়ে হাতে-হাত রেখে
সকলে, রৌদ্রে-ছায়া বৃষ্টি করো বিনিময়
ফুলে-ফলে ফসলে পৃথিবী হোক মধুময়!
শম্ভূরামের নিবাসে নামুক অবিরাম
ঝর ঝর বৃষ্টি,
দেশ-দেশান্তরে ছড়িয়ে পড়ুক,
অভিনব সৃষ্টি ।
44

কুসুম কলি

সূচিপত্র