
এক যে আছে—গোঁফ খেজুরে,
অলস, নির্বোধ বন্ধ কুড়ে,
খেজুর খাওয়ার সাধ জেগেছে,
গাছের তলায় শুয়ে আছে।
একটি খেজুর পড়ল গোঁফে,
কেমন করে পুরবে মুখে?
পথ পানে আছে চেয়ে,
কে দেবে মুখে ঠুকে দিয়ে?
দিন যায় রাত যায়
খেজুর খাওয়ার কী উপায়?
দেখে দেখে যারা যাচ্ছে,
হেসে হেসে মজা লুটছে।
একটি ছিল দুষ্টু ছেলে
গুল পেরেকের জুতো দিয়ে
মুখের ভিতর দিল ঠেলে!
ঝর ঝর ঝর রক্ত ঝরে,
বদ্ধ কুড়ে যন্ত্রণায়
কাতরে মরে!
তখন খেকেই—
“গতর কুড়ে গোঁফ খেজুরের
কুড়েমি গেল উড়ে,
নিজের কাজ নিজেই করে
কাউকে আর না ধরে।”
অলস, নির্বোধ বন্ধ কুড়ে,
খেজুর খাওয়ার সাধ জেগেছে,
গাছের তলায় শুয়ে আছে।
একটি খেজুর পড়ল গোঁফে,
কেমন করে পুরবে মুখে?
পথ পানে আছে চেয়ে,
কে দেবে মুখে ঠুকে দিয়ে?
দিন যায় রাত যায়
খেজুর খাওয়ার কী উপায়?
দেখে দেখে যারা যাচ্ছে,
হেসে হেসে মজা লুটছে।
একটি ছিল দুষ্টু ছেলে
গুল পেরেকের জুতো দিয়ে
মুখের ভিতর দিল ঠেলে!
ঝর ঝর ঝর রক্ত ঝরে,
বদ্ধ কুড়ে যন্ত্রণায়
কাতরে মরে!
তখন খেকেই—
“গতর কুড়ে গোঁফ খেজুরের
কুড়েমি গেল উড়ে,
নিজের কাজ নিজেই করে
কাউকে আর না ধরে।”
46