চিন্তা-বোঝাই

thinking
কর্ম করি
চিন্তা বোবাই
ঘুম নেইকো
ছাদে বসি
তিলে তিলে
মুখোশ ধারী
ভোগে-সুখে
নর পিশাচ
(জনগণ) চোখ-কান
ধরতে পারবে
তৈরী থেকো
ঘুচাও ত্রিতাপ
বোঝাও, পাপের
দিনে-রাতে,
এই মাথাতে,
আঁখি পাতে
জ্যোৎস্না রাতে।
মরছে মানুষ,
উড়ায় ফানুস,
অন্ধ হয়ে
আসছে ধেয়ে।
রাখো খোলা,
আসল খেলা,
সকল বেলা,
দুঃখ জ্বালা।”
কি যে ঠ্যালা?”
48

কুসুম কলি

সূচিপত্র