ভুঁড়ির গান

weight-loss
ভুঁড়ি কমাও রে কমাও,
বাঁচবে যদি প্রাণ,
সুঠাম দেহের গঠনে
জীবন চলার যান।
বেশি ভুঁড়ি হলে পরে,
শরীর-ভার না বইতে পারে,
জীবন হয় অচল,
হারায় দেহ-মনোবল।
বয়স যায় বুড়িয়ে,
শরীর যায় গুটিয়ে,
“সু-কর্মই জীবনের ধর্ম।”
“হাতে নিত্য কর্ম করো,
হাত বাড়িয়ে হাত ধরো,
শরীর হবে নব যৌবনা।”
“বেশি ভুঁড়ি কক্ষনও বাড়িও না।”
টাকার ভুঁড়ি, অহংকারের ঝুড়ি
কক্ষনও বাড়িও না।
ভুঁড়ি বাড়িয়ে বাড়িয়ে
পেটটি হবে ঢাক,
যখন-তখন বাজবে ভুঁড়ি,
ঢাক ডুমা ডুম ঢাক।
51

কুসুম কলি

সূচিপত্র