দিদিমণি

teacher
আমি সেই ছোট্ট স্কুলের
ছোট্ট দিদিমণি,
খনির গর্ভে মণি খুঁজি,
শিক্ষার গর্ভে রত্ন খুঁজি,
“অহংকারের ঝুড়ি ফেলে,
টিম টিমেরই আলো জেলে
পতিত মাটি চষতে আমি জানি।”
“রঙ-বাহারী ফুলগুলি সব,
প্রজাপতির পাখনা দিয়ে
ওড়াতে আমি জানি।
নয়ন তারায় আলোক-মালায়
প্রাণে-প্রাণে গানে-গানে
ভুবন ভরাতে আমি জানি।
“ওরাই আমার নয়ন মণি
সুবাসে ঢেলে মন ভরিয়ে
করে আমায় ধনী।”
52

কুসুম কলি

সূচিপত্র