রাজ কুমারী

Princes
ময়না গড়ের রাজ কুমারীর,
জলের উপর ঘর,
পদ্ম-শালুক কলমী লতা
মনের সুখে কইছে কথা
জড়িয়ে পরস্পর।
রাজকুমারী ভালোবেসে
ডেকেছেন আজ সাহিত্য-বাসরে,
তাইতো ছুটে এলাম চলে,
ঝড় বৃষ্টি মাথায় করে।
পরিবার চতুর্দিকে—
শিমুল পলাশ শিউলি বকুল
মন ভরিয়ে যায়,
মৌমাছিরা গুন গুনিয়ে
মৌচাকেতে মধু জমায়।
55

কুসুম কলি

সূচিপত্র