
বামুন আর বামুনী
থাকত কুঁড়ে ঘরে,
ভিক্ষে করা চাউল দিয়ে
খাবার জোগাড় করে।
মাছ খাওয়ার সাধ জেগেছে,
ছিপ ফেলতে যায়,
তিনটি মাছ পড়ল ছিপে
ভাগ করা বিষম দায়!
এ বলে দুটো খাব,
সেও বলে দুটো ;
নীরব হয়ে থাকবে দুজন
শেষের বক্তার দুটো।
রান্না খাবার রইল পড়ে,
চুপটি করে শুয়ে,
প্রতিবেশী দাহ করতে গেল
শ্মশান ঘাটে নিয়ে।
প্রথম চিতায় দিল আগুন,
করল চিৎকার উঃ! ইঃ!
দ্বিতীয় ব্যক্তি মহাখুশিতে
বলল খাবো দুটোই।
থাকত কুঁড়ে ঘরে,
ভিক্ষে করা চাউল দিয়ে
খাবার জোগাড় করে।
মাছ খাওয়ার সাধ জেগেছে,
ছিপ ফেলতে যায়,
তিনটি মাছ পড়ল ছিপে
ভাগ করা বিষম দায়!
এ বলে দুটো খাব,
সেও বলে দুটো ;
নীরব হয়ে থাকবে দুজন
শেষের বক্তার দুটো।
রান্না খাবার রইল পড়ে,
চুপটি করে শুয়ে,
প্রতিবেশী দাহ করতে গেল
শ্মশান ঘাটে নিয়ে।
প্রথম চিতায় দিল আগুন,
করল চিৎকার উঃ! ইঃ!
দ্বিতীয় ব্যক্তি মহাখুশিতে
বলল খাবো দুটোই।
57