শুভ-অন্নপ্রাশন

birthday
দুষ্টু মিষ্টি ফুলের মতন,
যমজ দুটি বোন,
কাঁদি-হাসি খেলি-ঘুমাই
যখন-তখন।
আমরা এখন এতই ছোট্ট
পারিনাকো চলতে,
ঠাম্মি-দাদুকে পাঠাচ্ছি তাই,
তোমাদেরকে বলতে।
প্রথমবার আমরা দুজন
বসব খেতে ভাত,
আমাদের সাথে তোমরাও বসো,
মাথায় রাখো হাত।
খেয়ে-দেয়ে বড় হয়ে
দেব শুভ-দৃষ্টি,
তোমরা আমাদের পাশে থাকলে
করব নতুন নতুন সৃষ্টि।
58

কুসুম কলি

সূচিপত্র