আমরা

twin-sisters
ঋদ্ধিতা-সৌমিতা ফুলের মতন
যমজ দুটি বোন,
নোংরা-ভিজে হলেই খিদে
কাঁদি যখন-তখন।

মা-বাবার আদর খেতে
সব সময় ভালোবাসি,
দিদা সর্বক্ষণ আগলে রাখে
থাকি হাসি-খুশি।

ঠাম্মি আমাদের নেয় না কোলে,
ভয়ে ভয়েই থাকে;
আমরা যেন সুস্থ থাকি
মঙ্গল ময়কেই ডাকে।
60

কুসুম কলি

সূচিপত্র