ঠাম্মির আশীর্বাদ

grandmothe
আমরা তো, আর ছোট্ট থাকব না,
মা–বাবা, দিদার, আদর থেকে বড় হব,
কাঁদব না, কষ্ট দেব না,
ছুটব, খেলব, হাসব,
স্কুল–কলেজ, ইউনিভার্সিটি যাবো।
সত্য–মিথ্যা, ভুল–ঠিক জানব,
যাচাই করব,
ভুল বুঝে কাউকে কষ্ট দেব না,
নিজেও কষ্ট পাব না।
সকলকে ভালবাসব,
লিখব, পড়ব, জানব,
অন্যায়ের বিরুদ্ধে লড়ব,
অন্যায়ের সাথে আপোষ করব না।
সকল কাজে থাকব নিজে,
সকলকে কখনই ছোটো হতে দেব না।
ঠাম্মি অনেক দূরে থাকবে
কোলের কাছে পাবো না।
62

কুসুম কলি

সূচিপত্র