ডাল

শ্বশুর বাড়িতে হিং এর ডাল
খেয়ে বোকা তাঁতী,
বৌ এর কাছে ফিরছে ঘরে
খুশির মেজাজে মাতি।
বৌকে গিয়ে বলবে ঘরে,
রাঁধো হিং এর ডাল,
পরটা দিয়ে খেতে মজা,
মেখে দেবে তাল।
ভেবে ভেবে আসতে আসতে
পড়ল খালের সাঁকো,
হিং এর কথা ভুলে গেল,
মনে এলোই নাকো।
খালে নেমে বোকা তাঁতী,
খুঁজতে থাকে জলে,
দামী জিনিস হারিয়ে গেছে
পথিককে সব বলে।
পথ-যাত্রী অনেকেই,
জলে নেমে যায়,
সারাদিন খুঁজে খুঁজে
কিছুই নাহি পায়।
হঠাৎ বায়ু থেকে
দুর্গন্ধ উঠে জলে,
হিং এর গন্ধ কোথায়?
পথিকরা সব বলে।
বোকা তাঁতী বলে—
খুঁজে পেয়ে গেছি,
তাড়াতাড়ি বাড়ি যাবো
দাঁড়াব না মিছি মিছি।
খেয়ে বোকা তাঁতী,
বৌ এর কাছে ফিরছে ঘরে
খুশির মেজাজে মাতি।
বৌকে গিয়ে বলবে ঘরে,
রাঁধো হিং এর ডাল,
পরটা দিয়ে খেতে মজা,
মেখে দেবে তাল।
ভেবে ভেবে আসতে আসতে
পড়ল খালের সাঁকো,
হিং এর কথা ভুলে গেল,
মনে এলোই নাকো।
খালে নেমে বোকা তাঁতী,
খুঁজতে থাকে জলে,
দামী জিনিস হারিয়ে গেছে
পথিককে সব বলে।
পথ-যাত্রী অনেকেই,
জলে নেমে যায়,
সারাদিন খুঁজে খুঁজে
কিছুই নাহি পায়।
হঠাৎ বায়ু থেকে
দুর্গন্ধ উঠে জলে,
হিং এর গন্ধ কোথায়?
পথিকরা সব বলে।
বোকা তাঁতী বলে—
খুঁজে পেয়ে গেছি,
তাড়াতাড়ি বাড়ি যাবো
দাঁড়াব না মিছি মিছি।
63