
চিন্তা মণি গো, তুমি যতই দাও চিন্তা,
ততই নড়ে টনক,
আমার বুকের মাঝে তোমার নূপুর বাজে,
ঝনক, ঝনক, ঝনক।
আমার বাঁচার লড়াই-এ
চিন্তা আনে–জ্ঞান, বোধ, দক্ষতা,
সখ্যতা, কর্ম-সফলতা, কর্ম-প্রবণতা,
অজেয় শক্তি-পরাক্রম,
চড়াই–উৎরাই করি-অনায়াসে অতিক্রম।
চিন্তা মণি গো, তুমি আরো, আরো দাও,
প্রাণ-শক্তি, দাও স্নেহ, প্রেম, দয়া-ভক্তি,
দাও দুঃখ-যন্ত্রণা, চেতনা, প্রেরণা,
সুখে–দুঃখে পাশে থেকে—
পৃথিবীর জঞ্জাল সরিয়ে—
যেন দিতে পারি আলোর নিশানা।
ততই নড়ে টনক,
আমার বুকের মাঝে তোমার নূপুর বাজে,
ঝনক, ঝনক, ঝনক।
আমার বাঁচার লড়াই-এ
চিন্তা আনে–জ্ঞান, বোধ, দক্ষতা,
সখ্যতা, কর্ম-সফলতা, কর্ম-প্রবণতা,
অজেয় শক্তি-পরাক্রম,
চড়াই–উৎরাই করি-অনায়াসে অতিক্রম।
চিন্তা মণি গো, তুমি আরো, আরো দাও,
প্রাণ-শক্তি, দাও স্নেহ, প্রেম, দয়া-ভক্তি,
দাও দুঃখ-যন্ত্রণা, চেতনা, প্রেরণা,
সুখে–দুঃখে পাশে থেকে—
পৃথিবীর জঞ্জাল সরিয়ে—
যেন দিতে পারি আলোর নিশানা।
64