বিড়াল তপস্বী!

বিড়াল বলে মাছ খাব না,
কাশী যাব আজ,
তিড়িং তিড়িং নাচছে পুষি
খুশির মেজাজ।
খুকু বলে —
মিঁয়াও পুষি, মিঁয়াও পুষি
করছ বসে কী?
ঐ দেখো না, তোমার জন্য
ডাগর ডাগর মাছ এনেছি।
পুষি বলে —
আর খাব না, আর খাব না,
“করবো জন সেবা”
হব কাশী বাসী ;
জান না কী?
মায়ের চেয়ে মাসীর দরদ বেশী।”
নামাবলি গায়ে দিয়ে
হব ভোলাবাবা,
কাছে যখন আসবে শীকার
ঝাপটে দেব থাবা,
জয় ভোলাবাবা,
জয় ভোলাবাবা!”
কাশী যাব আজ,
তিড়িং তিড়িং নাচছে পুষি
খুশির মেজাজ।
খুকু বলে —
মিঁয়াও পুষি, মিঁয়াও পুষি
করছ বসে কী?
ঐ দেখো না, তোমার জন্য
ডাগর ডাগর মাছ এনেছি।
পুষি বলে —
আর খাব না, আর খাব না,
“করবো জন সেবা”
হব কাশী বাসী ;
জান না কী?
মায়ের চেয়ে মাসীর দরদ বেশী।”
নামাবলি গায়ে দিয়ে
হব ভোলাবাবা,
কাছে যখন আসবে শীকার
ঝাপটে দেব থাবা,
জয় ভোলাবাবা,
জয় ভোলাবাবা!”
2