
নেড়ার বৌ নেড়ি,
দিয়ে হামাগুড়ি—
ঢুকল গিয়ে ঘরে,
পায়েসের হাঁড়ির তরে।
রাত-দুপুরে সবাই
ছিল ঘুমের ঘোরে,
আওয়াজ উঠল জোরে
চমকে দেখে চোরে
মুখ ঢুকিয়ে আছে
পায়েসের হাঁড়ির ভিতরে।
অনেক টানাটানি করে
মুখটি নাহি ছাড়ে,
ছিল-মাটির হাঁড়ি,
মারল-লাঠির বাড়ি ;
ভেঙে হাঁড়ির মুখ
গলা থেকে নেমে
চাপল পিঠ ও বুক।
অবশেষে কর্তা এসে
ভাঙ্গল মাটির মুখ,
আয়েস করে পায়েস খেয়ে
হল নেড়ির সুখ।
দিয়ে হামাগুড়ি—
ঢুকল গিয়ে ঘরে,
পায়েসের হাঁড়ির তরে।
রাত-দুপুরে সবাই
ছিল ঘুমের ঘোরে,
আওয়াজ উঠল জোরে
চমকে দেখে চোরে
মুখ ঢুকিয়ে আছে
পায়েসের হাঁড়ির ভিতরে।
অনেক টানাটানি করে
মুখটি নাহি ছাড়ে,
ছিল-মাটির হাঁড়ি,
মারল-লাঠির বাড়ি ;
ভেঙে হাঁড়ির মুখ
গলা থেকে নেমে
চাপল পিঠ ও বুক।
অবশেষে কর্তা এসে
ভাঙ্গল মাটির মুখ,
আয়েস করে পায়েস খেয়ে
হল নেড়ির সুখ।
4