প্রকৃতি মা

earth
বনফুল তুল তুল,
গন্ধ-বাহারে ভরপুর,
মৌমাছি গুন্ গুন্,
ফুল ডাকে শুন্ শুন্।

প্রজাপতি ফুলে ফুলে
মধু খায় দুলে দুলে,
ঐ দূর নীল আকাশে,
মেঘ চলে ভেসে ভেসে।

গোঠে লয়ে যায় গোরু,
মেঠো পথ সরু সরু,
ঐ ডাকে দেয়া,
ঘাটে নেই খেয়া।

বাতাস মর্মরে,
খুশির রঙ ঝরে,
রাখালিয়া বাঁশি
বাজে ঐ দূরে,
কৃষকেরা গান গায়
তারই সুরে-সুরে।

পল্লী বালা কলসী কাঁখে,
জীবনের কত-কত ছবি আঁকে।
দিগন্ত পারে আঁধার ঘনায়,
যে যার সবে, ঘরে ফিরে যায়।
5

কুসুম কলি

সূচিপত্র