মজা!

ড্যাং কুড়া কুড় বাদ্যি বাজে,
আজ খোকনের বিয়ে,
গায়ে হলুদ মাথায় টোপর
টুকটুকে ঠোঁট মেয়ে।
বর আসছে বর আসছে
সবাই ছুটোছুটি,
বাদ্যি বাজে সানাই বাজে
হাসিতে লুটোপুটি।
বৌ ভাতের দিন—
মেঠো পথের রাস্তা দিয়ে
পালকিতে বউ-বর,
বেয়ারা গুলো হাঁকছে জোরে
হুহুন্না হুহুন্না রব।
পালকি থেকে নেমে বউ-বর,
উঠোন গিয়ে ভ্যানে,
কোলে নিল খই এর কোঁচা,
হাসি-খুশি মনে।
খই ছড়িয়ে চলল বৌ
পিছে পাড়া পড়শি,
শঙ্খ বাজে উলু ধ্বনি
সবাই হাসি-খুশি।
পালকি থেকে নামলে বৌ
এবার বরণ পালা,
মা এলেন বরণ করতে
নিয়ে বরন ডালা।
দরজা ঘিরে ননদ-ননাদী
রাখলো কিছুক্ষণ,
এটাই নাকি বিয়ের নিয়ম
পাবে কিছু ধন।
বিয়ের বাড়ির ধুম-ধাম
দারুন খুশির মেজাজ,
ভালো-ভালো খাবার-দাবার
নতুন-নতুন সাজ।
আজ খোকনের বিয়ে,
গায়ে হলুদ মাথায় টোপর
টুকটুকে ঠোঁট মেয়ে।
বর আসছে বর আসছে
সবাই ছুটোছুটি,
বাদ্যি বাজে সানাই বাজে
হাসিতে লুটোপুটি।
বৌ ভাতের দিন—
মেঠো পথের রাস্তা দিয়ে
পালকিতে বউ-বর,
বেয়ারা গুলো হাঁকছে জোরে
হুহুন্না হুহুন্না রব।
পালকি থেকে নেমে বউ-বর,
উঠোন গিয়ে ভ্যানে,
কোলে নিল খই এর কোঁচা,
হাসি-খুশি মনে।
খই ছড়িয়ে চলল বৌ
পিছে পাড়া পড়শি,
শঙ্খ বাজে উলু ধ্বনি
সবাই হাসি-খুশি।
পালকি থেকে নামলে বৌ
এবার বরণ পালা,
মা এলেন বরণ করতে
নিয়ে বরন ডালা।
দরজা ঘিরে ননদ-ননাদী
রাখলো কিছুক্ষণ,
এটাই নাকি বিয়ের নিয়ম
পাবে কিছু ধন।
বিয়ের বাড়ির ধুম-ধাম
দারুন খুশির মেজাজ,
ভালো-ভালো খাবার-দাবার
নতুন-নতুন সাজ।
6