মুক্তা

নীল সাগরের জলে,
ঝিনুক মায়ের কোলে,
মুক্তা মণি খেলে
দোদুল দোদুল দোলে।
জল ছল ছল,
রোদ ঝলমল,
ঢেউয়ের তালে
ঝিলিক নাচন
টল মল টল মল।
নেই কো কোনো মানা,
রঙ বাহারী দানা,
ফিকে গোলাপ নীল-সবুজে
হীরে চুনি পান্না।
হাতে আঙটি
গলার হার,
খুশিমত বসাও
যখন যা দরকার!
মনোহারী রূপ-মাধুরী
সৌভাগ্যে-স্নেহে অপূর্ব সুন্দরী!
ঝিনুক মায়ের কোলে,
মুক্তা মণি খেলে
দোদুল দোদুল দোলে।
জল ছল ছল,
রোদ ঝলমল,
ঢেউয়ের তালে
ঝিলিক নাচন
টল মল টল মল।
নেই কো কোনো মানা,
রঙ বাহারী দানা,
ফিকে গোলাপ নীল-সবুজে
হীরে চুনি পান্না।
হাতে আঙটি
গলার হার,
খুশিমত বসাও
যখন যা দরকার!
মনোহারী রূপ-মাধুরী
সৌভাগ্যে-স্নেহে অপূর্ব সুন্দরী!
7